আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যান সভা

ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠিতে জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাষ্টার প্যারেডে জেলা পুলিশ সুপার সালাম গ্রহন করেন। সালাম গ্রহনের পর পুলিশ প্যারেড পরিদর্শন করেন। পুলিশ লাইনে সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় অংশ গ্রহন করেন।

জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার পাতিহা ইয়াসমিন। উক্ত সভায় জেলা পুলিশে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। একই দিন দুপুরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ঝালকাঠিতে ০৪ তলা বিশিষ্ট অফিসার্স মেস এর নবনির্মিত ভবনের কাজ পরিদর্শন করেন।

জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত কল্যান সভায় মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ), কাজী মো: ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর) এবং এম.এম.মাহমুদ হাসান, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল) উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালচনা সভায় মো: হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কাজী মো: ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর) এবং এম.এম.মাহমুদ হাসান, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাড়িঁ ইনচার্জগন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ