আজ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ ইং

সাভার ইয়াং মেন’স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

মোঃআলী হোসেন,সাভারঃ

সাভার ইয়াং মেন’স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

৬ই অক্টোবর শুক্রবার বিকেলে ধরেন্ডা সেন্ট যোসেফ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাভার ওয়াইএমসির প্রেসিডেন্ট তপন টমাস রোজারিও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ফারইস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মি. নবীন চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার যুব ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল ম্যাচ এর উদ্বোধক ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর সভাপতি মি. নির্মল রোজারিও, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী সেলিম মন্ডল, সাভার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মার্সেল পেরেরা,

টুর্নামেন্টের আহবায়ক মি.শেখর পিউরিফিকেশন, ঢাকা ক্রেডিট এর প্রেসিডেন্ট মি. হেমন্ত কোড়াইয়া, বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদ এর সভাপতি মিস্টার জনি হিউবার্ট রোজারিও, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরহিত ফাদার জয়ন্ত গমেজ, ধরেন্ডা মিশনের সহকারী পাল পুরোহিত ফা: সেন্টু কস্তা, সাভার ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার দীলিপ মার্টিন গমেন্স,
সাভার ওয়াইএমসিএ সহ-সভাপতি মি. শিপু পরিমল কস্তা। এছাড়াও অনেক সম্মানিত অতিথিবৃন্দ ও সাভারের ওয়াইএমসিএ বোড কর্মকর্তা, কমিটির সদস্য সদস্যাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক মি. রনেল ফ্রান্সিস কস্তা। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কমলাপুর যুব সমিতি বনাম নর্থ বেঙ্গল এফসি। প্রতিযোগীতাপূর্ণ এ ম্যাচে কমলাপুর যুব সমিতি ১-০ গোলে নর্থ বেঙ্গল এফসি কে পরাজিত করে বিজয় অর্জন করেন। পরে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তোলে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ