মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭নভেম্বর) কালিয়াকৈর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ।
সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত অক্টোবর -২০২৫ মাসিকঅপরাধ বিষয়ক প্রতিবেদনে জানাযায় , ডাকাতি-১, দস্যুতা -১, ধর্ষণ -৩, অপরহরণ -১, চুরি -১,অন্যান্য চুরি- ৩ ,সড়ক দূর্ঘটনা -৬,অপমৃত্যু -৮, মাদক সংক্রান্ত মামলা -১৭, অন্যান্য – ১৭, রজুকৃত -মোট মামলা ৫৩, গ্রেফতারকৃত আসামীর সংখ্যা -৪৮, নিয়মিত মোট মামলা – ৬১।
কালিয়াকৈরে সাম্প্রতিক সময়ে ছিনতাই বৃদ্ধি পাওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি অপারেশন মো. যোবায়ের, বি.আর,ডি,বি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা প্রমুখ। সভায় উপজেলার জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।