আজ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ ইং

লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম,ভূট্টা ও বোরো (উফসী এবং হাইব্রীড) ও তেল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. আবু হাসনাইন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ