আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৪ ইং

পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি তাওহীদুল ইসলামঃ

বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়ন, চেয়ারম্যান আলমগীর হোসেন মাধ্যমে ফ্রি, চিকিৎসা করছেন বরিশাল, রিয়াল চক্ষু হাসপাতাল ডিজিটাল কম্পিউটার দ্বারা চিকিৎসা করছেন রিয়াল চক্ষু হাসপাতাল বরিশাল ডাক্তার আরিফ হোসেন,

ডাক্তার তানভীর হোসেন, ডাক্তার মুনমুন তারা পাথরঘাটার সকল ইউনিয়নে বেশ কিছু দিন ধরে চক্ষু চিকিৎসা করে আসছেন আজকের পাথরঘাটা সদর ইউনিয়ন হাড়িটানা গ্রামে রোগী দেখছেন এক থেকে ১৫০ মতন, বৃহস্পতিবার  সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্তরোগী দেখছেন। রিয়াল চক্ষু হাসপাতালের ডাক্তার, তানভীর হোসেন

পাথরঘাটা সদর ইউনিয়ন, চেয়ারম্যান আলমগীর হোসেন, সৈকত সংবাদ এর কাছে জানিয়েছেন। যে অত্যন্ত, গরিব ও সাধারণ মানুষ যারা চক্ষু, চিকিৎসা করতে পারে না। টাকার অভাবে তাদের জন্য আমি এই উদ্যোগ নিয়েছি ।

এলাকায় অসংখ্য গরিব মানুষ রয়েছে যাদের পক্ষে হাজার হাজার টাকা ব্যয় করে। চক্ষু চিকিৎসা করা সম্ভব না। মূলত তাদের জন্যই আমি এই উদ্যোগ নিয়েছি । এর আগে যাদের কে চিকিৎসার জন্য পাঠিয়েছিলাম। অনেকেই এখন চোখে দেখতে পায় আগের থেকে অনেক ভালো

এবং পরবর্তী, সময়েও এরকম যদি আরো কোন উদ্যোগ নিতে পারি সাধারণ, মানুষের জন্য তাহলে আমি নিবো এবং আমার চেয়ারম্যান, হওয়ার বয়স এক বছর, দুই মাস তার ভিতরে এরকম অনেক উদ্যোগ নিয়েছি।

সাধারণ মানুষের জন্য এবং আমার ব্যক্তিগত তহবিল থেকেও অনেকে অর্থ দান করেছি। চিকিৎসার জন্য সার্বক্ষণিক সাধারণ মানুষের পাশে আমি থাকতে চাই এবং তাদের সেবা করতে চাই ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ