আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ ইং

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে লালমোহনে মানববন্ধন

মোঃ মুশফিক হাওলাদার লালমোহন : প্রতিনিধি

প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্তা, নিযার্তন এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন লালমোহন প্রেসক্লাব।
আজ ১৯ মে ২০২১ বুধবার বিকাল সাড়ে ০৫ ঘটিকার সময় লালমোহন চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নিযার্তন ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ জসিম জনি, ও লালমোহন রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মাহামুদুল হাসান লিটন, অনান্য সদস্য বৃন্দ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ