নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারে আবারও ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় ডেইরি ফার্মের কর্মচারীর বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
রবিবার (১২ অক্টোবর) ১২ টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল উপপরিদর্শক ফাইজুর খাঁন।
এর আগে গত ৯ অক্টোবর বিকেলে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার অরুণাপল্লির গেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ডেইরি ফার্মের কর্মচারী আব্দুল রশিদ। তিনি সাভারের কলমা এলাকায় বসবাস করতেন এবং ডেইরি ফার্মে চাকরি করে আসছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর টাইম স্কেলের বেতন দেওয়া হয়। বেতন উত্তোলনের সময় অজ্ঞাত এক ব্যক্তি ভুক্তভোগীর আশেপাশে ঘোরাঘুরি করে যা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। এতে সন্দেহ হলে ওই কর্মকর্তা দ্রুত অটোরিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে অরুণাপল্লি/ডেইরী ফার্মের গেটের সামনে ডিবি পরিচয়ে ভুক্তভোগীর গতিরোধ করে বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। পরবর্তীতে অটোচালকের কাছে ৬৮ হাজার টাকা ফেরত দিয়ে ছিনতাইকারীরা চলে যায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর খান বলেন, ছিনতাইকারী নাকি আবার প্রায় ৬৮ হাজার টাকা ফেরত দিয়েছে। বিষয়টি নিয়ে সন্দেহ হচ্ছে। আসলে এটা ছিনতাই নাকি কি ঘটনা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানাবো।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দীন বলেন, যারাই ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই করবে তাদের আটক করে ডিবি পুলিশ অথবা থানায় সংবাদ দেওয়ার অনুরোধ করেন। তিনি আরও বলেন, এই চক্রটি ধরার চেষ্টা চলছে।