আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ ইং

আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের কমিটি গঠন

জাহিদুল ইসলাম অনিক,আশুলিয়া:

আশুলিয়ায় সদ্য আত্মপ্রকাশে আসা সাংবাদিকদের সংগঠন ‌‘আশুলিয়া টেলিভিশন সাংবাদিক ক্লাব’ এর কমিটি গঠন করা হয়েছে। এতে চ্যানেল আইয়ের ঢাকা জেলা প্রতিনিধি জাকির হাসানকে সভাপতি ও বাংলাভিশনের আশুলিয়া প্রতিনিধি মোছাঃ শেফালী খাতুন মিতুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবার) রাত ৮টার দিকে আশুলিয়ার গনকবাড়ী এলাকায় লাসানিয়া রেস্টুরেন্টে এ কমিটির ঘোষনা করা হয়। এ সময় প্রাথমিকভাবে ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হলেও তা আগামীতে ২১ সদস্য বিশিষ্ট করা হবে বলে জানানো হয়।

কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে একাত্তর টেলিভিশনের আশুলিয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম অনিককে।

এছাড়াও এই কমিটিতে আরও রয়েছেন-
সহ-সভাপতি হিসেবে আরটিভির ওমর ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন গ্লোবাল টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি মোঃ শাহীন আলম, অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন জিটিভির আশুলিয়া প্রতিনিধি শামীম হাসান সীমান্ত ও কার্যনির্বাহী সদস্য পদে লাইজু আহম্মেদ চৌধূরী।
এই সংগঠন নিজেদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ