আজ ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৫ ইং

জমি দখল হামলা, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা হারুন প্যাদা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার পরিবারের উপর হামলা, মিথ্যা মামলা ও সামাজিকভাবে মানহানির অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে মোঃ হারুন প্যাদা জানান, গত ৩ মে ২০২৫ তারিখে তার প্রতিবেশী মালেক চৌকিদার ও তার সহযোগীরা জমি দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তারা হারুন প্যাদার ভাই আবুল হোসেন প্যাদাকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং দুই দিন চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে আমতলী থানায় অভিযোগ করা হলে পুলিশ দুই পক্ষের মধ্যে মীমাংসার উদ্যোগ নেন। তবে ঈদের ছুটির কারণে মীমাংসার সময় পিছিয়ে যায়। এরই মাঝে গত ১৬ জুন ২০২৫ তারিখে মালেক চৌকিদার – হারুন প্যাদা, তার ভাই ও স্বজনসহ মোট ছয়জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। শুধু তাই নয়, ‘দৈনিক দক্ষিণের আওয়াজ’ নামের একটি ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে হারুন প্যাদা জানান, মামলার আসামিদের মধ্যে তার ভাই আল আমিন প্যাদা ও চাচাতো ভাই নাসির প্যাদা এলাকার গন্যমান্য ব্যক্তি। নাসির প্যাদা একজন গ্রাম ডাক্তার ও ফার্মেসির মালিক, যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। হারুন প্যাদা নিজেও ২০ বছর ধরে একটি জামে মসজিদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, তারা এলাকার নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ।
তিনি সাংবাদিকদের সরেজমিন তদন্তের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা যাচাই করে দেখুন, আমরা আদৌ খারাপ প্রকৃতির মানুষ কিনা। আমি চাই সত্য ঘটনাটি প্রকাশ পাবে এবং মিথ্যা মামলার প্রতিকার হবে।’
তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার এবং সাংবাদিকদের কাছে সত্য তথ্য প্রকাশের আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ