আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

লালমোহনে অগ্নিকান্ডে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মো. মুশফিক হাওলাদার লালমোহন প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানা যায়।

অগ্নিকান্ডে ওই বাজারের মাষ্টার মো. হাবিব উল্লাহ মার্কেটের ৪ টি দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এর মধ্যে মোঃ রায়হানের  মায়ের দোয়া নামক পার্স এন্ড ইলেকট্রনিকস দোকান ৯/১০ লক্ষ টাকা, সোহাগ চন্দ্র দাসের ভাই ভাই সেলুন ২ লক্ষ টাকা, আরজু মিয়ার ভূষা মালের আড়ৎ, ৩ লক্ষ টাকা, মো. জাকিরের চালের আড়ৎ প্রায়  ২ লক্ষ টাকা। এতে মোট প্রায় ৩০ লক্ষ টাকা  প্রাথমিকভাবে   ক্ষতির কথা জানিয়েছেন তারা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নিতে সরেজমিনে পরিদর্শন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এবিষয়ে লালমোহন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহরাব হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণের আনি। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. শাহ্ আজিজ বলেন, খবর পেয়ে আমি অগ্নিকান্ডের সংঘটিত  বাজার পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ