আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

নোয়াখালীতে অবৈধ মাটি কাটার অপরাধে  ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ ফখরুদ্দিন মোবারক, নোয়াখালী প্রতিনিধি:

ফসলী জমিনের টপ সয়েল কাটার অপরাধে মোঃ মামুন নামের এক মাটি ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের আদালত।
মঙ্গলবার বিকেলে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকাল ৩ টার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির সাদেকপুর গ্রামে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ মামুন নামের একজনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানান আদায় করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।##

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ