মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর পরিবেশ রক্ষা ও জেলেসমাজের জীবন-জীবিকা সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ১৮ নভেম্বর (মঙ্গলবার) বিকাল তিনটায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পসংলগ্ন সাইরার ডেইল বাজারে এ মানববন্ধন আয়োজন করা হয় । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাপা মহেশখালী শাখার নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাপা মহেশখালী শাখার সাংগঠনিক সম্পাদক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ মহসিন। স্বাগত বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিক । এছাড়া বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , মাতারবাড়ী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ, মাতারবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা আফছার, সামাজিক কর্মী আব্দুল জব্বার প্রমুখ ।
মানববন্ধনে বাপা’র ,বক্তারা বলেন, মাতারবাড়ী এলাকায় চলমান শিল্পায়ন ও প্রকল্প কর্মকাণ্ডের কারণে স্থানীয় পরিবেশ, জলজ সম্পদ ও জেলেদের জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং টেকসই উপকূল ব্যবস্থাপনার দাবি জানান । মানববন্ধনে বাপা’র নেতৃবৃন্দগন বলেন , মাতারবাড়ীতে পরিবেশ বিধ্বংসী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারনে মানুষের পেশা হারিয়ে এখন বেকারত্ব জীবন যাপন করছেন । এই কয়লা প্রকল্পের ধারা মহেশখালীর কোন ভাগ্য পরিবর্তন হয়নি , বরং মানুষ তাদের কর্ম হারিয়ে মহেশখালীতে বেকারত্ব বেড়েছে । মহেশখালীতে এখন প্রতিটি ঘরে ঘরে মানুষের শরীরে এলার্জি জনিত রোগ দেখা যাচ্ছে , যা অতীতে এধরনের রোগ এভাবে গণহারে দেখা যায়নি । এই এলার্জি রোগ জলবায়ু দিক পরিবর্তন বা পরিবেশগত কারনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিৎ বলেও জানান । বক্তারা বলেন কোহেলিয়া নদী ধ্বংস করেছে , ফলে হাজারো অধিক জেলে কর্ম হারিয়ে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে । নদী কিংবা সাগরে মাছ আহরণ করা জেলেদের প্রতিনিয়ত হয়রানি করছে সরকারের সংশ্লিষ্ট বাহীনির লোকজন , অবিলম্বে এসব অহেতুক হয়রানি বন্ধ করার আহবান জানান । মাতারবাড়ীর পশ্চিমের সাগর থেকে বালু উত্তোলনে মাতারবাড়ীর বেড়িবাঁধ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে । বিগত সময়ে বর্ষাকালে শত শত পরিবার সাগরে বিলিন হয়ে গেছে , কিন্তু সরকার এই বেড়িবাঁধ নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছে না । দ্রুত মহেশখালীর কোহেলিয়া নদী খনন ও জেলেদের নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবী জানান বাপা’র কর্মীরা ।