আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৫ ইং

সিলভিয়া সুরের ভুবনে নতুন আশার আলো

আলাউদ্দিন সবুজ:

সিলভিয়া গানকে ভালোবেসে ২০০৪ সাল থেকে নিজের অর্থায়নে “আলোক আক্ষ” নামে গানের আসর করে আসছেন সংগীতশিল্পী ফারজানা ইয়াসমিন সিলভিয়া। তিনি জানান; দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে গানকে ভালোবেসে গানের আসরটি করছি। সেই ২০০৪ সালে জাতীয় জাদুঘরে অফিসিয়াল ব্যানারে শ্রোতাদের উদ্দেশ্যে যাত্রা শুরু তারপর থেকে এখন অবধি চলছে বহমান।

তিনি জানান, গান মানুষের মনে আনন্দ সৃষ্টি করে। শ্রোতাদের মন পুলকিত করে।

তিনি জানান, সংগীত শিল্পীদের সংগঠনের তরফ থেকে যদি অর্থায়নের বা সহযোগীতার সুযোগ পাওয়া যেত তাহলে প্রোগ্রামটি আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো।

বর্তমান প্রজন্মের গানের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি জানান, আধুনিকতার যুগে গানেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। তরুণ প্রজন্মের অনেক শিল্পীই ভালো গান করছে। সর্বোপরি বলব বাংলাদেশের সংগীতভূবনকে এগিয়ে নিতে হলে শিল্পীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সিলভিয়া বলেন, আগামীতে নতুন গানের কাজ চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন দর্শকদের মানসম্মত কাজ উপহার দিতে পারি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ