আজ ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৫ ইং

ধরাছোঁয়ার বাইরে জুলাই-আগস্টের হত্যা মামলার আসামিরা

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক সুমন পাটোয়ারী (২১) হত্যা মামলার অনেক আসামি এখনো পলাতক। এদের মধ্যে কেউ কেউ দেশও ছেড়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে বাসা থেকে বাইপাইল মোড়ে আসেন পোশাক শ্রমিক সুমন পাটোয়ারী। এসময় আন্দোলনরত ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বাইপাইল মোড়ে জীবন বাঁচাতে দৌঁড়ে পালাতে গিয়ে মাথার পিছনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমন।

এদিকে ছেলে হত্যার বিচার চেয়ে সুমনের বাবা ওমর ফারুক বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দ সালাউদ্দিন এরইমধ্যে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি সাভার যুবলীগের যুগ্ম আহ্বায়ক। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের পক্ষের বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিলেন সৈয়দ সালাউদ্দিন।

পুলিশ বলছে, হত্যা মামলার এজাহার নামীয় কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এছাড়া, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী মো. আব্দুল আহাদ সৈকত হত্যা মামলার আসামিও সৈয়দ সালাউদ্দিন। ওই মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট সাভারের মুক্তিরমোড় এলাকায় ছাত্র আন্দোলেনে যোগ দেন আহাদ। সন্ধ্যায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুম এবং প্ররোচনায় আন্দোলকারীদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় নাম উল্লেখ করে ১২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২৫০–৩০০ জনকে।

ঘটনার পর সাভারের মুক্তির মোড়ে অবস্থিত সৈয়দ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন আওয়ামী লীগে নেতার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ