বিশেষ প্রতিনিধিঃ- মুহাম্মদ শামসুল হক বাবু
শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার মধ্যদিয়ে ঢোল ঢাকের কাঠি বাজিয়ে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল গ্রামের ভীম মাস্টারের বাড়িতে ২৭ সেপ্টেম্বর শনিবার পঞ্চমী পূজার মধ্যদিয়ে শারদীয় দূর্গা উৎসব শুরু হয়েছে যা চলবে ২ অক্টোবর বৃহস্পতিবার দশমী পর্যন্ত। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের এটাই প্রধান উৎসব। নন্দ চক্রবর্তী পুরোহিত ভক্তদের উজ্জীবিত করতে ধর্মগ্রন্থ থেকে চন্ডী মন্ত্র পাঠ করেন। এ সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এলাকাবাসী ভীম মাস্টারের বাড়িতে এসে তাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও নবমী ১ তারিখে প্রায় ২০০০ হাজারের মতো ভক্তবৃন্দকে দিনব্যাপী খাবার পরিবেশন করা হবে।
ইতিহাস ঐতিহ্য ঘেটে এবং পূজা কমিটির সভাপতি ভীম মাস্টার ও সহ সভাপতি নুকুল মাস্টারের সাথে কথা বলে দেখা যায় যে, শারদীয় দুর্গোৎসবের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো দুর্গতি নাশিনী দেবী মা দুর্গার মহিষাসুর বধের মাধ্যমে শুভশক্তির জয় ও সকল প্রকার দুর্গতি বা অমঙ্গল দূর করা। এই উৎসব প্রধানত দেবী দুর্গার ঐশ্বরিক শক্তি ও শুভ্রতার উদযাপন, তাদের মতে সমগ্র মানবজাতির জন্য শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচকতার বার্তা নিয়ে আসেন, এবার সেই মা দূর্গা এসেছেন গজে করে এবং যাবেন পালকিতে চলে যাকে বলে দোলা।
উৎসবকে কেন্দ্র করে আয়োজক কমিটি কবিতা আবৃত্তি, গান ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছেন। পাগল কবি হরিপদ সরকার বলেন- আমার বলতে কিছু নেই সবই ভগবানের কৃপা। গায়িকা ও নৃত্য শিল্পী দীপা সরকার ও তার দলবলের সুমিষ্ট গান ও মনমাতানো নৃত্য সকলকে মুগ্ধ করে।
চৌটাইল শারদীয় দূর্গা উৎসব পরিচালনা কমিটির সদস্য কল্যাণ সরকার, তাপস সরকার, সুব্রত সরকার, প্রশান্ত সরকার, দেবদাস সরকার ও সংগ্রাম সরকারের সাথে কথা বলে আরও জানতে পারলাম যে, প্রতিবারের ন্যায় এবারও তারা সরকারি দিকনির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণ ও সুন্দরভাবে পূজার আয়োজন করেছেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রেখে অক্টোবরের ২ তারিখ বিসর্জন দেয়ার মধ্যদিয়ে সমাপ্ত ঘোষণা করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।