সাভার প্রতিনিধিঃ
ঢাকার আশুলিয়ায় বাড়ইপাড়া বন বিটের সীমনা প্রাচীরের ভিতরে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় অবৈধভাবে দখল করে রাখা জমিতে বিভিন্ন ধরনের গাছের চাড়া রোপন করেছন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ অভিযান এবং বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
অভিযানে কালিয়াকৈর রেঞ্জার মনিরুল করিমের নির্দেশে বাড়ইপাড়া বিটে কর্মরত নূর আহমেদের নেতৃত্বে দেলোয়ার হোসেন, দুলাল, আনিছুর রহমান এবং আব্দুর রাশেদ এই বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহন করে।
অভিযানে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীরা জানায়, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন আশুলিয়ার বাড়ইপাড়া বন বিটের সীমানা প্রাচিরের ভিতরে ঘরবাড়ি নির্মাণ করে জমি দখলের পায়তারা করতেছিল স্থানীয় ভূমিদস্যু জশিম উদ্দিন।
শনিবার বাড়ইপাড়া মৌজার সিএস ১০৪ নং দাগে আবারও ঘরবাড়ি নির্মানের খবর পেয়ে বনবিভাগের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাঁধা প্রদান করে। এসময় ভূমিদস্যু জসিম ও রোমা আক্তার বনবিভাগের লোকজনের উপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তারা বনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে জানায় তোরা আমাদের জমিতে গাছের চারা লাগালেও কিভাবে বাড়ইপাড়া বিটে চাকুরী করিস তা আমরা দেকে নিবো।
তবে তাদের রক্তচুক্ষুকে উপেক্ষা করে বাড়ইপাড়া বিটে কর্মরত নূর আহমদের নেতৃত্ব দেলোয়ার হোসেন, দুলাল, আনিছুর রহমান ও আব্দুর রাশেদ ঘটনাস্থলে জবরদখলকৃত বন ভূমি উদ্ধার করেন এবং সেখানে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করেন।