আজ ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ ইং

উন্নয়ন প্রকল্পের দাবি জানিয়ে উপাচার্যের সঙ্গে গণতান্ত্রিক ছাত্রসংসদের সাক্ষাৎ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন স্থগিত ও চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জবি শাখার নবগঠিত কমিটি। উপাচার্য ও প্রশাসনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরেন নেতৃবৃন্দ।

আজ রবিবার (২২ জুন) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহিন মিয়া, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ, মুখপাত্র কামরুল হাসান রিয়াজসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য-ও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ নবগঠিত কমিটির জন্য দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক প্রকল্পসমূহ—দ্বিতীয় ক্যাম্পাস, বাণী ভবনের কার্যক্রম, ড. হাবিবুর রহমান হল, ৭ একরে বালু ভরাট, জকসুর নীতিমালা, রোডম্যাপ এবং সেনাবাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর বিষয়ে সর্বশেষ তথ্য জানতে চান।

তারা এসব কাজ দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান এবং প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ