আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ নিয়ে জাতীয় সেমিনার

জবি প্রতিনিধি :

বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির (বিপিএস) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল রুমে আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম (পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, “একাত্তরে স্বাধীনতা-পরবর্তী সময়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে তার চরম বিচ্যুতি ঘটেছে। এজন্যই কয়েক দশক পরপর আমরা নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা করি। ৫ আগস্ট আমাদের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মোড় এনেছে—এবার নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে, কিন্তু কোথায় থামতে হবে তাও জানতে হবে। দার্শনিক চিন্তা-ভাবনা থেকেই আমাদের মধ্যে সঠিক চেতনা ও বোধের উন্মেষ ঘটবে।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। তাঁর প্রবন্ধের শিরোনাম ছিল ‘বাংলাদেশের রাষ্ট্রদর্শন: গণতন্ত্রের পোশাকে রাজনৈতিক নিরঙ্কুশতন্ত্র’।

তিনি বলেন, “বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক কাঠামো দাবি করলেও বাস্তবে এটি ক্রমশ নিরঙ্কুশতন্ত্রের দিকে অগ্রসর হয়েছে। বহুদলীয় ব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়া থাকলেও ক্ষমতার কেন্দ্রীভবন, বিরোধী মত দমন এবং রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার অভাব গণতন্ত্রকে ব্যাহত করছে। সংবিধানে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হলেও বাস্তবে তা প্রতিষ্ঠিত হয়নি।”

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস-এর সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

দিনব্যাপী এই সেমিনারে চারটি অধিবেশনে মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-গবেষকরা ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ বিষয়ে বিশদ আলোচনা ও মতবিনিময় করেন।

###

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ