আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মহেশখালীতে (বাপা’র) উদ্যোগে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রতিনিধি নির্বাচন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি :

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উপকূলীয় অঞ্চলে স্থায়ীত্বশীল উন্নয়নে , “স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও প্রতিনিধি নির্বাচন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে । ১২ অক্টোবর সোমবার সকাল ১১টার সময় ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হাজী বকসু মিয়া অডিটোরিয়ামে ( বাপা) মহেশখালী শাখার আহবায়ক মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা । প্রতিনিধি নির্বাচন ও কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , ওয়াটারকিপারস বাংলাদেশ এর গবেষক ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এস এম আরাফাত । বক্তব্য রাখেন , পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আশিকুর রহমান , (বাপা) মংলা শাখার সভাপতি নুর আলম শেখ , (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী , সাধারন সম্পাদক কলিমুল্লাহ , (বাপা) মহেশখালী শাখার সদস্য ও উত্তর মহেশখালী উন্নয়ন ফোরামের আহবায়ক হাসান বশির , (বাপা) মহেশখালী শাখার সদস্য সাংবাদিক আমিনুল হক , কোহেলিয়া নদী রক্ষা কমিটির আহবায়ক সাংবাদিক আবুল বশর পারভেজ , সাংবাদিক আব্দুস সালাম কাকলি , (বাপা) মহেশখালী শাখার সদস্য ডাঃ এয়াকুব আলী , সদস্য মাষ্টার মোঃ নুর নবী , সাংবাদিক সাহাব উদ্দিন , পেকুয়ার সাংবাদিক মোঃ দেলোয়ার হোছাইন, সদস্য সালাউদ্দিন নুরী পেয়ারু , সদস্য ছদরুল আমিন প্রমূখ । এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , (বাপা) মহেশখালীর সদস্য সচিব সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক , সদস্য আহমদুর রহমান , (বাপা) কক্সবাজার সদর উপজেলা শাখার সদস্য নাজেম উদ্দিন , আলা উদ্দিন আলো পেকুয়া , নাছির উদ্দিন হোয়ানক , হুমায়ুন কবির ধলঘাটা , নুরুল আবছার , মোস্তফা কামাল , মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম , নাজির হোছাইন , ফরিদুল আলম , সরওয়ার কামাল , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , সাধারন সম্পাদক মোঃ ইউনুছ প্রমূখ । (বাপা) মহেশখালী শাখার সদস্য মৌলানা সাহাব উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্যমে প্রতিনিধি নির্বাচন ও কর্মশালা অনুষ্ঠান সঞ্চালনা করেন মহেশখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরান সরওয়ার । স্থানীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচন ও কর্মশালা অনুষ্ঠানে বক্তারা বলেন , দেশে উন্নয়নের নামে পরিবেশ বিপন্ন করে কখনো টেকসই উন্নয়নের আশা করা যায় না । বাস্তব ও দ্বীর্ঘ মেয়াদী উন্নয়ন করতে হলে সবার আগে পরিবেশকেই প্রধান্য দিতে হবে । সারা দেশে যে ভাবে নদী দখলের প্রতিযোগিতা চলছে এভাবে চলতে থাকলে আমাদের নদী মাতৃক দেশে অনেক নদীর অস্থিত্বও পাওয়া যাবে না । বক্তারা মহেশখালীর কোহেলিয়া নদী দখলমুক্ত করে স্বাভাবিক গতিতে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে , প্রযুক্তি নির্ভর বিশ্বে পরিবেশ ঠিক রেখেই উন্নয়ন প্রকল্প করার পরামর্শ দেন ।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ