আজ ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জানুয়ারি, ২০২৬ ইং

নোয়াখালীতে ১৮ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার দুই

মোঃ ফখরুদ্দিন মোবারক, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে ১৮টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার রমিজ এবং তার বাবা আমিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোয়েন্দা শাখা ও সুধারাম থানা পুলিশ যৌথভাবে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই স্থান থেকে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতি’সহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে ওই এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার হিসেবে পরিচিত।

আটককৃত রমিজের পিতা আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ ৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াক আকবর, অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, আশরাফ উদ্দিন’সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
গ্রেফতারকৃত মো. রমিজের বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ