আজ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৬ ইং

দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন

জলিল হোসেন :

দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মুর্শেদুর রহমান (ডিবিসি নিউজ) সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ( দীপ্ত টিভি) নির্বাচিত।
আজ বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । দিনাজপুর প্রেসক্লাব কালিতলা কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে দিনাজপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মোট ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাত সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং দুইজন নির্বাহী সদস্য—মোট ছয়টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়
সহ সভাপতি এসএম আলমগীর (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) সহ-সাধারণ সম্পাদক মঞ্জুর আলী শাহ( বাংলা টেলিভিশন) কোষাধ্যক্ষ আবুল কাশেম (নাগরিক টেলিভিশন) নির্বাহী সদস্য সত্যেন্দ্রনাথ চ্যাটার্জী মুকুল (মাই টিভি)ও সুবল চন্দ্র রায় (মোহনা টেলিভিশন)
নির্বাচন পরিচালনার কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক প্রথম আলো দিনাজপুর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু। সদস্য ছিলেন আইনজীবী তাপস পাল ও দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান সাজু।
উল্লেখ্য, নির্বাচিত নির্বাহী কমিটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ