আজ ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৫ ইং

বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রæয়ারী বুধবার বেলা ১১ টায় উপজেলার শালবন মিলনেয়তনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম সভাপতিত্বে IFAD/ GAFSP ও বাংলাদেশ গভমের্ন্ট (RAINS) এর আয়োজনে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেণ উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলার্হী।

এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আফরোজা সুলতানা লুনা (আরএমও), উপজেলা ইঞ্জিনিয়ার, প্রজেক্ট এসিস্টেন্ট জেইন সামিহা ইসরাত সিলভিয়া ও কনসল্টেন্ট নিহার কুমার প্রমানিক এবং সভায় প্রতিটি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক,

উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুষ্টি কমিটির ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্য সহকারিবৃন্দ, ঈমাম, পুরোহিত, নারী উদ্যোক্তা, সমবায়ী সদস্য, বাজার কমিটির সভাপতিবৃদ প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ