আজ ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৫ ইং

আশুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে বিএনপির আর্থিক অনুদান 

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ মঙ্গলবার (৩০/০৯/২৫ ইং) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপি সহ-সভাপতি বাসেদ দেওয়ানসহ বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় ঢাকা ১৯ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ সকল হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্য করে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে সহযোগিতা করবেন। এ সময় আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী বাসেদ দেওয়ান বলেন, আমি এই এলাকার সন্তান। আমি আজকে আপনাদের মাঝে এলাকার সন্তান হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে এসেছি। একমাত্র বিএনপি সরকার গঠন করলে আমরা সকলে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এছাড়াও সাভার ও আশুলিয়ার বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ