জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ-জেইউ) ৫১তম আবর্তনের শিক্ষার্থী সৈয়দ সালমান হাসান ২০২৫-২৬ সেশনের জন্য হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।
হাল্ট প্রাইজ বিশ্বব্যাপী অন্যতম বৃহৎ ছাত্র উদ্যোক্তা প্রতিযোগিতা, যেখানে সামাজিক সমস্যার টেকসই সমাধান বের করার লক্ষ্যে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে।
সৈয়দ সালমান হাসান এর আগে টানা দুই আসরে হাল্ট প্রাইজ আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সর্বশেষ আসরে তাঁর সক্রিয় নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল জাবিতে এখন পর্যন্ত সবচেয়ে বড় হাল্ট প্রাইজ, যেখানে ২৫টিরও বেশি বিভাগের ৫০০ -এর বেশি শিক্ষার্থী অংশ নেয়।
নবনিযুক্ত ক্যাম্পাস ডিরেক্টর সৈয়দ সালমান হাসান বলেন, “আমাকে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আমি হাল্ট প্রাইজ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী আসরে আমার লক্ষ্য হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি দল তৈরি করা, যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।”