আজ ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ ইং

পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে কোরআন উপহার দিল জবি শিবির

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাগত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জবি শাখা। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে নবীনদের প্রথম ক্লাসের দিনই এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী চলা এই কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন মাজিদ ও কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে স্থাপিত শিবিরের ডেস্ক থেকে উপহার সংগ্রহ করতে পারেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই উপহার নিতে পারছেন।

বাংলা বিভাগের নবাগত শিক্ষার্থী ফাহিম বলেন, “প্রথম দিনেই এমন অর্থবহ উপহার পেয়ে আনন্দিত। এটি কেবল একটি ধর্মীয় বই নয়, নৈতিকতা ও আত্মউন্নয়নের পথনির্দেশকও।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতে এমন মানবিক উপহার পাওয়া প্রশংসনীয়। এটি আমাদের নৈতিক চর্চাকে অনুপ্রাণিত করবে।”

শাখা শিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করি। আজকের কার্যক্রমের মাধ্যমে আমরা ১ হাজার শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছি।”

শাখা সভাপতি আসাদুল ইসলাম বলেন, “আমরা চাই শিক্ষার্থীদের অন্তরে কুরআনের আলো ছড়িয়ে পড়ুক। আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠাই আমাদের লক্ষ্য।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ