মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি:
আসন্ন গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার,এমসি, জিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় জনসাধারণের মাঝে গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে তারা লিফলেট বিতরণ ও পথসভা করছেন। এ সময় ভোটারদের সচেতন করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
প্রচারণাকালে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। এজন্য সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানান তারা।
এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।,