আজ ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জানুয়ারি, ২০২৬ ইং

নওগাঁর আত্রাইয়ে ৩৩ প্রতিবন্ধী পেলো সহায়ক উপকরণ

মোঃ ফিরোজ আহম্মেদ
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ৩৩ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খাইরুল আলম, সাব-রেজিষ্ট্রার মিজানুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার সোহেল রানা, যুবউন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম,কনসালটেন্ট ডা: আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান জানান, সহায়ক উপকরণ হিসাবে হুইল চেয়ার ১৭ ট্রাইসাইকেল ৩ অক্সিলারী ক্রাচ ২ এলবো ক্রাচ ৩ ওয়াকার ২ এবং হেয়ারিং এইট ৬ জনকে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ