আজ ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৬ ইং

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল  ১০টায় কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় অসহায় দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, উপদেষ্টা সদস্য মো.রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক মো.মনিরুজ্জামান চিশতী, দপ্তর সম্পাদক মহসিন উজ্জামান দু্র্জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন সাকিব, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন  সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক  সালমা আক্তার প্রমূখ।

উপজেলা ও পৌর এলাকার অসহায় দুঃস্থ ও শীতার্তদের মোট ২০টি কম্বল বিতরণ করা হয়। এদের মধ্যে রয়েছে মো. সাগর, মো.আজাদ, শহিদুল, ফুল খাতুন, বেগম আক্তার, হাসিনা আক্তার, রাজিয়া বেগম, মো. আলেক, নাসিম মিয়া, শরীফ হোসেন, মায়া আক্তার, ফাহিমা আক্তার, মালতি আক্তার, আশরাফ মিয়া, নাসিমা বেগম, রুকসানা আক্তার, ইরান আলী, ফয়েজ হোসেন, হাসিদা বেগম, আব্দুস সালাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ