নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ শুক্রবার (১৬/০১/২৬ ইং) সকালে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না। এসময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।