আজ ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং

মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সাভার উপজেলা প্রশাসন 

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ছোটবলিমেহের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সম্প্রতি ঢাকা আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা করে দোকানপাট ভাড়া দেন কিছু অসাধু ব্যক্তি। পরে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। নতুন করে কেউ মহাসড়কে দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ