নিজস্ব প্রতিবেদক :
ঢাকার বিমানবন্দর থেকে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ পাভেল আহম্মেদ ওরফে তোতলা পাভেলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বিকেলে রাজধানীর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত – পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে ও নিষিদ্ধ সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরমান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি পাভেলকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে রাতে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্রজনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।