আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

৫৬ বছরের পথচলায় জাহাঙ্গীরনগর যেখানে জ্ঞান বেড়ে ওঠে প্রকৃতির ছায়ায়

জাবি প্রতিনিধি:

দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আজ ৫৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ ৫৫ বছরের পথচলা পেরিয়ে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টি তার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। শিক্ষা, সংস্কৃতি, প্রকৃতি ও আন্দোলনের ধারাবাহিকতায় জাবি আজ দেশের উচ্চশিক্ষা অঙ্গনের এক স্বতন্ত্র নাম।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭০ সালের ২০ আগস্ট একটি অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের উদ্যোগে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। রাজধানী ঢাকার পূর্ব নাম ‘জাহাঙ্গীরনগর -এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এ নামকরণ করা হয়। পরবর্তীতে ১৯৭১ সালের ১২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস
এম আহসান আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন
করেন।

স্বাধীনতার পর ১৯৭০ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয় আইন পাস হলে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ রাখা হয়। এর আগেই, ১৯৭০ সালের ২৪ সেপ্টেম্বর বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ড. মফিজ উদ্দিন আহমদ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ছোট পরিসর থেকে বিস্তৃত শিক্ষাঙ্গন

প্রতিষ্ঠালগ্নে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান-এই চারটি বিভাগে মাত্র ১৫০ জন শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক নিয়ে শুরু হয় জাবির একাডেমিক কার্যক্রম। সময়ের ব্যবধানে সেই পরিসর বহুগুণে বিস্তৃত হয়েছে। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ০৪টি বিভাগ ও

চারটি ইনস্টিটিউটে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩৭৯ জন।

শিক্ষার্থীদের আবাসনের জন্য ক্যাম্পাসে রয়েছে ২১টি আবাসিক হল-এর মধ্যে ১১টি ছেলেদের ও ১০টি মেয়েদের জন্য নির্ধারিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ৭১২ জন। এর মধ্যে শিক্ষাছুটি ও অন্যান্য

ছুটিতে রয়েছেন ১০৬ জন। প্রশাসনিক কার্যক্রমে সহায়তায় নিয়োজিত রয়েছেন ৩৫৩ জন কর্মকর্তা। পাশাপাশি তৃতীয় শ্রেণির ৯৪০ জন এবং চতুর্থ শ্রেণির ৫৪৮ জন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম সচল রাখছেন।
৬৮৭ দশমিক ৫৬ একর আয়তনের বিস্তীর্ণ এই ক্যাম্পাসে
রয়েছে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ স্থাপনা। এর মধ্যে
উল্লেখযোগ্য হলো-দেশের সর্বোচ্চ শহীদ মিনার,

মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’, ভাষা আন্দোলনের স্মরণে নির্মিত ‘অমর একুশ’, নাট্যাচার্য সেলিম আল দীনের নামে গ্রিক নাট্যমকের আদলে নির্মিত ‘সেলিম আল দীন মুক্তমক’ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’।

প্রকৃতি ও জীববৈচিত্র্যের আশ্রয়স্থল

প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্রোর জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলাদা পরিচিতি রয়েছে। অসংখ্য জলাশয়, সবুজ বনানী ও খোলা প্রান্তর ক্যাম্পাসকে করেছে প্রাণবন্ত। পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে

পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শীত মৌসুমে

সাইবেরিয়া, মঙ্গোলিয়া ও আশপাশের অঞ্চল থেকে হাজার হাজার অতিথি পাখি এসে ভিড় করে। জীববৈচিত্র্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন

বিভাগ সক্রিয় ভূমিকা পালন করছে। প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র (ডব্লিউআরসি) ও প্রজাপতি পার্ক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‘সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে জাবি মুক্ত চিন্তা ও সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। নাটক, সংগীত, নৃত্য,
বিতর্ক, সেমিনার ও নানা সৃজনশীল আয়োজনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টি ‘সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা অসংখ্য সাংস্কৃতিক সংগঠন এ ধারাকে আরও সমৃদ্ধ
করেছে।

এই বিশ্ববিদ্যালয় নানা সময়ে সংস্পর্শ পেয়েছে দেশের প্রখ্যাত সাহিত্যিক, চিন্তাবিদ ও শিক্ষাবিদদের। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য-সুনীল কুমার মুখোপাধ্যায়, হায়াৎ মামুদ, হুমায়ুন আজাদ, সেলিম আল দীন, মোহাম্মদ রফিক, মুস্তাফা মুরুল ইসলাম, আবু রুশদ মতিনউদ্দিন, দিলারা

চৌধুরী, বজলুর রহমান খান, তারেক শামসুর রহমান প্রমুখ। এছাড়া বিভিন্ন সময়ে আহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি সৈয়দ আলী
আহসান, লোকসাহিত্যবিদ মজহারুল ইসলাম, লেখক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আ ফ ম কামালউদ্দিন, আমিরুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ আব্দুল বায়েস, আলাউদ্দিন আহমেদ ও খন্দকার মুস্তাহিদুর রহমান।

রসায়নবিদ অধ্যাপক শরীফ এনামুল কবির ও ভাষাবিদ অধ্যাপক ড. দানিউল হকও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক অর্জন ও অগ্রগতি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম

দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। সেই দাবির প্রেক্ষিতে দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন।

২০২৫ সালে বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাবির সাতজন শিক্ষক ও একজন শিক্ষার্থী। পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শতভাগ

আবাসন নিশ্চিত করতে সক্ষম হয়েছে প্রশাসন। শ্রেণি কার্যক্রম শুরুর আগেই শিক্ষার্থীদের নিজ নিজ আসন বুঝিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন ছয়টি আবাসিক হলের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। একই প্রকল্পে লেকচার থিয়েটার, পরীক্ষা হল, স্পোর্টস কমপ্লেক্স, নতুন লাইব্রেরি ভবন ও ছাত্রীদের জন্য খেলার মাঠসহ নানা অবকাঠামো নির্মাণাধীন রয়েছে। সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ অর্জনের পাশাপাশি কিছু কাঠামোগত সংকটও রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গবেষণায় সাফল্য থাকলেও সব বিভাগে মানসম্মত গবেষণা কার্যক্রম গড়ে ওঠেনি। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত গবেষণা তহবিলের অভাবও একটি বড় সমস্যা।

কিছু বিভাগ ও ইনস্টিটিউটে রয়েছে তীব্র ক্লাসরুম সংকট। এক শিক্ষাবর্ষের পরীক্ষা চলাকালে অন্য শিক্ষাবর্ষের ক্লাস ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি শিক্ষক
সংকটও শিক্ষার মানে প্রভাব ফেলছে।

ডিজিটাল যুগে এসেও বিশ্ববিদ্যালয়ের বহু প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এখনো সনাতন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। পরীক্ষার ফরম পূরণ কিংবা ফলাফল সংগ্রহে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের একাধিক দপ্তরে ঘুরতে হয়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অভিযোগ,
বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন ও বাজেট বৃদ্ধিতেও প্রশাসনের কার্যকর উদ্যোগ
চোখে পড়েনি।

এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আমরা সমস্যাগুলো সম্পর্কে অবগত।
কীভাবে ধাপে ধাপে এসব সংকট কাটিয়ে ওঠা যায় এবং
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সে বিষয়ে প্রশাসন কাজ করছে।” বিচার প্রক্রিয়ায় ধীরগতি
জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এ ঘটনায় ১৬ জন
শিক্ষককে অভিযুক্ত করা হয়। তাঁদের মধ্যে ৯ জনকে
সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বাকিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। যদিও

২৮৮ জন অভিযুক্ত শিক্ষার্থীর মধ্যে ১৮৬ জনের বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে শিক্ষকদের ক্ষেত্রে তদন্ত ও বিচার প্রক্রিয়া বীরগতিতে চলছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব বলেন,
‘সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সময় প্রয়োজন। শিক্ষার্থীদের বিচার হয়েছে, শিক্ষকদের বিচারও যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।”

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৯টায়

পুরাতন কলা ভবনের সামনে ‘মুৎমঞ্চে’ সমবেত হন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর শোভাযাত্রা, রাগিণী সংগীত, সাবেক ও বর্তমান
শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। সবশেষে রাত সাড়ে ৮টায় জাকসু আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ