আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

আশুলিয়ায় শ্রমিক কলোনী আগুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৭ টা ১৫ মিনিটে সাভারের আশুলিয়ার থানা রোড় এলাকার আলাউদ্দিনের মালিকাধীন শ্রমিক কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাউসার আলী বলেন, রাত ৭ টা ১৫ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসের অগ্নিকান্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর প্রায় দুইঘন্টা চেষ্টায় রাত ৯ টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময় ওই শ্রমিক কলোনীর চারটি কক্ষ আগুনে পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি এবং প্রায় দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ