আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও খামারিদের পুরস্কার প্রদান

মোঃ ফিরোজ আহম্মেদ,
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মাহফুজার রহমান।
বক্তারা জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাতটির টেকসই উন্নয়নের ওপর জোর দেন। অনুষ্ঠানের শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় সফল খামারি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ