আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

আশুলিয়া থেকে আ.লীগ নেতা জাকির মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকার একাধিক মামলার আসামি এবং আশুলিয়া ২ নাম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির মেম্বারকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতের অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারের পর জাকির মেম্বারকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, জাকির মেম্বারের বিরুদ্ধে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদান, চাঁদাবাজি ও ভূমিদস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
ডিবি পুলিশ জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ