আজ ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ ইং

সাভারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সাভারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বিক্রয় নথিতে মূল্য না থাকা ও ক্রয় নথি সংগ্রহ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি মোড় এলাকায় ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নরে বাগবাড়ি মোড় এলাকার গ্রীন টাউন এল পি গ্যাস নামে একটি ডিপো’তে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য না থাকায় এবং বিভিন্ন অভিযোগের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভাই ভাই বাদ্রাস নামে এক খুচরা বিক্রেতার ক্রয় ও বিক্রয় ভাউচার না থাকায় এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান  বলেন, গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে এসে সত্যতা মিলেছে। পরে গ্রীন টাউন এল পি গ্যাস নামে একটি ডিপো’তে অভিযান চালিয়ে ৫০ হাজার ও ভাই ভাই বাদ্রাস নামে এক খুচরা বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
এসময় অভিযানে সাভার মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ