জাবি প্রতিনিধি:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ‘জাতীয় ছাত্রশক্তি’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর আমৃত্যু সংগ্রাম এবং রাজপথে তাঁর আপোষহীনতা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নানামুখী চাপ ও ষড়যন্ত্রের মুখেও তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, যা আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করছি যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন।
একই সাথে আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।