আজ ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং

ইরান প্রবাসী আব্দুল্লাহকে সংবর্ধনা

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ

সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার উপদেষ্টা ইরান প্রবাসী মো. আব্দুল্লাহকে এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের সাইম সুপার মার্কেটে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ছালেক আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সহ-সভাপতি এরশাদ  মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, নুর হোসেন, আছির আল্লী, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, গোলাম জিলানী, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের যোগাযোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সম্পাদক সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিমন, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, শাহ আলমগীর কবির, সিরাতুন নবী সানি, সহ-অর্থ সম্পাদক আশ্বাব উদ্দিন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে মো. আব্দুল্লাহ প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার আন্তরিকতা এবং আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ আমি গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে এই সংগঠনে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে সংগঠনের যেকোনো সামাজিক কর্মকাণ্ডে আমি কাজ করে যাবো। তিনি সুনামগঞ্জবাসীর কল্যাণে কাজ করার জন্য সংগঠনের সবার প্রতি আহ্বান জানান।

শেষে প্রবাসীদের ঐক্য, সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়ে উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ