আজ ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং

আশুলিয়ায় তিতাস গ্যাসের অভিযান, ৭ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন 

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে ৭ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে।সকাল থেকে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌলশী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীনের নেতৃত্বে আশুলিয়ার গুমাইল স্কুল রোড এলাকায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। এসময় নিম্ন মানের পাইপ, রাইজার চুলা জব্দ করা হয়।

অভিযানে আশুলিয়া জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী সহ তিতাসের কারিগরী টিমের সদস্যসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ