আজ ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের  জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে শেখ শিমন(২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের ভেতর থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটককৃত শেখ শিমন ঢাকার আশুলিয়ার পাবনারটেক ক্লাব এলাকার আব্দুল আলিম শেখের ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে। জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান আটককের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে। তাদের মধ্য থেকে শিমন নামে এক যুবককে আটক করা হয়েছে। তবে তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ