আজ ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

আইইবির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক গবেষণার পত্র প্রকাশের সমাপনী

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ খাতের আধুনিকায়নে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য: ফয়েজ আহমদ তৈয়ব

আজ ১৪ ডিসেম্বর ২০২৫ ইং, রবিবার , সন্ধ্যা ৭ ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর হেডকোয়ার্টারের সেমিনার হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ বার্ষিক পেপার উপস্থাপনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (টেলিকম এবং আইটি) ফয়েজ আহমদ তৈয়ব এ কথা বলেন।

আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি উমায়শা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের ভিসি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদীন, বুয়েটের প্রো ভিসি প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ আরো বলেন, বাংলাদেশের জ্বালানী ও বিদ্যুৎ খাত আজ এক নতুন রুপান্তরের যুগে প্রবেশ করেছে,যেখানে প্রযুক্তি নির্ভর সমাধান, স্মার্ট অবকাঠামো এবং টেকসই শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব অত্যন্ত বেড়ে গেছে। আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে আয়োজিত গবেষণা পত্র উপস্থাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রয়োজনীয় আয়োজন।

তিনি আরো বলেন, বিদ্যুৎ খাতের আধুনিকায়নে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সিস্টেম, স্মার্ট গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি, গ্রীড অটোমেশন, এনার্জি স্টোরেজ সহ উদীয়মান প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থাকে আরো স্থিতিশীল, টেকসই ও কার্যকর করে তুলবে। গবেষকদের নতুন ধারণা উপস্থাপন, বাস্তব সম্মত সমাধান ভাগাভাগি এবং এই সেক্টরের চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারণী মহলের দিক নির্দেশনা তৈরির সুযোগ সৃষ্টি করে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ মোতাহার হোসেন বলেন, ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক গড়ে তুলতে হবে। গবেষকদের ফলাফলকে ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে হবে। প্রশাসনের জটিলতা দূর করে সংশ্লিষ্ট সেক্টরের গবেষককের অন্তর্ভুক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে। মেধা ও পেশা ভিত্তিক সমাজ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলেই মেধা ও ইন্ডাস্ট্রির সমন্বয়েই দেশের প্রকৌশল ও গবেষণা খাত আরো সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাব্বির মোস্তফা খান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল মাওলা।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে সেরা পাঁচটি পেপারকে পুরষ্কৃত করা হয় এবং বিদ্যুৎ খাতের গবেষক, শিক্ষক, উদ্ভাবক ও ব্যবহারকারীর ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ