আজ ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং

সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সুধীজনের সাথে ইউএনও মতবিনিময়

পাথরঘাটা প্রতিনিধি :

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসন পাথরঘাটা সদর ইউনিয়নের সুধীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ৪ নং  পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন- পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহীদুল ইসলাম।

সভায় পাথরঘাটা সদর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, “আসন্ন সংসদ নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সম্পূর্ণভাবে স্বচ্ছ ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং কোনো প্রকার শক্তিপ্রয়োগ বা প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “সুধীজনরা সমাজের দর্পণ। আপনাদের গঠনমূলক পরামর্শ এবং সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আপনারা নিজ নিজ অবস্থান থেকে জনগণকে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহিত করুন। ভোট হবে জনগণের ইচ্ছায়, যেখানে ভোটারই শেষ কথা।”

সভায় উপস্থিত সুধীজনরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ