আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন ফেনীর বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি-৪ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে টহল ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। বিজিবির উদ্যোগে পুলিশের সঙ্গে বেশ কয়েকটি স্থানে যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন
জুলকারনাইন এরমধ্যে রয়েছে- পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয় এলাকা, পরশুরাম উপজেলার আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজ এলাকা, ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকা, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ব্রিজ এলাকা এবং ফুলগাজী উপজেলার আমজাদের হাট এলাকা। ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ, অনুপ্রবেশ এবং নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত সংক্রান্ত যেকোনো অপরাধমূলক তথ্য পেলে বিজিবি ও পুলিশকে অবহিত করে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।