নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিপুল ভোটে জয়ী করবেন বলে মন্তব্য করেছেন ঢাকা – ১৯ সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ ইং) বিকেলে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মিরারটেক এলাকায় আশুলিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক জি.এস, মরহুম আজগর হোসেন এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সকলের নিকট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি এবং মরহুম আজগর হোসেন এর জন্য দোয়া প্রার্থনা করেন।