মুশফিক হাওলাদার, লালমোহন প্রতিনিধি:
১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভোলা জেলা পাক হানাদার বাহিনীর দখলমুক্ত হওয়ার স্মরণে লালমোহনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।
বুধবার ( ১০ ডিসেম্বর ) সন্ধ্যায়
লালমোহন কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধের সুমহান চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহসিকতা প্রজন্মের জন্য অনুকরণীয়।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা ভোলার লালমোহন- তজুমদ্দিন’র সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের অবদানও স্মরণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রনেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার মর্যাদা ও মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কখনো বিতর্কিত না হয়। সেই দায়িত্ব প্রজন্মের সবার।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।