আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৫ ইং

কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ”শান্তি, ঐক্য এবং বৈশ্বিক অংশীদারিত্বের প্রচার”।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর  উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় সংস্থার কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি  লতিফপুর, মহাসড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে সংস্থার কার্যালয়ে এসে মিলিত হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ফাহিম শাহরিয়ার। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা  কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সুমন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চিশতী, দপ্তর সম্পাদক মহসিন উজ্জামান দুর্জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রুহুল আমিন সাকিব, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, মানব সম্পদ সম্পাদক আসাদুজ্জামান রানা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম খান, সাংবাদিক শাহিদুল ইসলাম, মানবাধিকার সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার, মানবাধিকার কর্মকর্তা নজরুল ইসলাম, কালিয়াকৈর  থানার অফিসার হারুনুর রশিদ, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও সমাজকর্মীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ