আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ
প্রবাসীদের ঐক্য, সমাজের কল্যাণ’ এ স্লোগানকে সামনে রেখে প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা’ নতুন সদস্য অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সাংস্কৃতিক বন্ধন জোরদার করার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের সভাপতি রোকন উদ্দিন (রাজু) জানান, প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। প্রবাসে বসবাসরত সুনামগঞ্জ জেলার বাসিন্দাদের যে কেউ দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে আগ্রহীরা এ সংগঠনের সদস্য হতে পারবেন।
তিনি আরও জানান, নতুন সদস্য হিসেবে এ সংগঠনে যুক্ত হতে ২০২৬ সালের জুন পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহীরা prabashiskuss@gmail.com মেইলে আবেদন ও সরাসরি যোগাযোগ (রুকন উদ্দিন +966504565422, হাফিজ মিয়া +393899299345, দিলোয়ার হোসেন +601796832816 ও জনি চৌধুরী +447915821154) করতে পারবেন।
সংগঠনটি সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও এতিমদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবা, প্রবাসী পরিবার ও সন্তানদের সহযোগিতা করা, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ নানা ধর্মীয়কাজে অনুদান ও জরুরি সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। ##