মো: আলী হোসেন,
দীর্ঘ পথচলায় হাজারও প্রতিকূলতা পেরিয়েও মঞ্চের প্রতি তাঁর ভালোবাসা অটুট। আজ, ১০ ডিসেম্বর, অভিনেতা ও নাট্য সংগঠক ইয়াসিন শামিমের জন্মদিনে তাঁর কণ্ঠে উচ্চারিত হলো—আবার মঞ্চে ফেরার দৃঢ় সংকল্প। চাকুরীর সুবাদে বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করলেও, থিয়েটারকর্মী হিসেবে তাঁর পরিচিতি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে পরিচিত মুখ।
মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঢাকায় জন্ম নেওয়া ও সাভারে বেড়ে ওঠা ইয়াসিন শামিম ২০০৭ সালে বঙ্গ থিয়েটার সাভারের মাধ্যমে থিয়েটারে প্রবেশ করেন। ২০১৩ সাল থেকে তিনি যুক্ত আছেন ঢাকার অন্যতম নাট্যদল জাগরণী থিয়েটারের সঙ্গে। মঞ্চে অভিনয়ের দক্ষতার পাশাপাশি তিনি বর্তমানে দলটির কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে জাগরনীর সেরা নাট্যকর্মী নিবার্চিত হন। মঞ্চ নাটক, পথনাটক ও টেলিভিশন নাটকে অভিনয় করলেও তিনি সবসময়ই মঞ্চকেই তাঁর আত্মার স্থান হিসেবে উল্লেখ করেন।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকগুলোর মধ্যে রয়েছে—’দরিয়া উপাখ্যান’ (প্রথম মঞ্চনাটক), ‘ইঙ্গিত’, ‘চোর’, ‘লাল পাচারির ৭১’, ‘চিত্ত বিনিময়’, ‘রাজার চিঠি’, এবং ‘আমিও শ্যামা’। বিশেষভাবে জাগরণী থিয়েটারের প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকে ‘ভুবন’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে স্থান করে নেয়। নাটকটির ৫০টি মঞ্চায়নের মধ্যে ৩৯টিতেই তিনি অভিনয় করেছেন। জাগরণী থিয়েটারের পক্ষে তিনি চারবার ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে সফলভাবে নাটক মঞ্চায়ন করে আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছেন।
এই দীর্ঘ নাট্যজীবনে ইয়াসিন শামিম তাঁর গুরুজনদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অভিনয় এবং সাংগঠনিকভাবে তৈরি করার জন্য বিশেষ করে জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহার কাছে কৃতজ্ঞ ইয়াসিন শামিম এবং নিজের একজন অন্যতম অভিবাবক ও মনে করেন।এ ছাড়াও কিষান মোস্তফা, আমিনুর ফকির বৈদ্যনাথ অধিকারী এবং দেশবরেণ্য দেবাশীষ ঘোষের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞ। দেবাশীষ ঘোষের নির্দেশনার শিল্পিক ও ভিন্ন আঙ্গিকে নতুনত্ব এবং চরিত্রায়নে তাঁর সূক্ষ্ম যত্নের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। জাগরণী থিয়েটারকে নিজের ‘দ্বিতীয় পরিবার’ উল্লেখ করে তিনি বলেন, থিয়েটার আমার রক্তে মিশে গেছে, পরিবার বন্ধু বান্ধব সমাজ থেকে অনেক অবহেলিত হয়েছি এবং সামাজিক দায়বদ্ধতার উপহাস অসুস্থতা নিয়েও সকল প্রতিকূলতা পেরিয়েও থিয়েটারে কাজ চালিয়ে গেছি।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন জগতেও তাঁর উপস্থিতি ছিল তবে সীমিত। তিনি ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’, ‘চুরি করা বউ’, বিটিভির দুরন্ত নজরুল ‘লায়লা মজনুর কুরবানী’, ‘আপেল’, ‘ফুফাতো বোনের প্রেম’, এবং ওয়েব সিরিজ ‘একা’ সহ অনেক নাটকে অভিনয় করেছেন। তাঁর সৃজনশীল প্রতিভার আরও একটি দিক হলো —২০২১ সালে তিনি আর টিভির “তরুণ নির্মাতা নতুন গল্প” প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে সেরা ১০ নতুন পরিচালকের মধ্যে সপ্তম স্থান অর্জন করেন। এছাড়াও, তিনি রাজাশন ক্রিকেট প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আছেন ও সফলতার সাথে ১২টি আসর সম্পন্ন করেছেন। সাভারে কোন টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজন বিরল
।বর্তমানে জীবিকার তাগিদে ইয়াসিন শামিম সৌদি আরবের রিয়াদে এন এস কার্গো এজেন্সিতে ‘সেলস অ্যান্ড অপারেশন’ বিভাগে দায়িত্বে নিয়োজিত আছেন। তবে শারীরিক অসুস্থতা তাঁর পথচলায় বাধা সৃষ্টি করেছিল। ২০১৯ সালে বাইক দুর্ঘটনায় কোমরে আঘাত পাওয়ার পর,ভারতের চিকিৎসা নেওয়ার পর সবকিছু ভালই চলছিল কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে আবারো সেই পুরাতন ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন এবং আগস্ট মাসে তাঁর স্পাইনাল কর্ডে গুরুতর অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি অনেকটাই ভালো ও সুস্থ আছেন। জন্মদিনের এই শুভ দিনে, একজন স্পষ্টভাষী হিসেবে পরিচিত এই শিল্পী তাঁর দীর্ঘ পথচলায় পরিবার, স্ত্রী, বাবা-মা, প্রিয়জন, নির্দেশক দেবাশীষ ঘোষ, স্মরণ সাহা, মানিক তাপসি, এবং জাগরণী সভাপতি সাংবাদিক আজিমুদ্দিন সহ জাগরণী থিয়েটারের সকল অনুজ-অগ্রজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের কাছে নিজের শারীরিক সুস্থতা কামনা করে জানিয়েছেন,বলেন আমি তোমাদেরই লোক, শিগগিরই তিনি আবার মঞ্চে ও নাটক পাড়ায় ফিরতে চান।