আজ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৫ ইং

মহেশখালী মানুষের জীবন-জীবিকা রক্ষায় মিডি প্রকল্প বাতিলের দাবীতে মানববন্ধন

মহেশখালী প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে মিডি প্রকল্প বাতিল করতে মানববন্ধন করেছে স্থানীয় জনগন । মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল ১১ টার সময় মহেশখালীর কোহেলিয়া নদীর পাড়ে দাড়িয়ে মানববন্ধনে স্থানীয়রা জানান , এই উপকূলীয় অঞ্চলের মানুষ—জেলে, লবণচাষি, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী, তরুণ-তরুণী এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বসবাস করা পরিবারগুলো—এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাস্তুচ্যুতি, পরিবেশ ধ্বংস ও অর্থনৈতিক অনিশ্চয়তার ঝুঁকির মুখোমুখি হবে। মিডি মাস্টার প্ল্যানের লক্ষ্য মাতারবাড়ি ও মহেশখালীকে গভীর সমুদ্রবন্দর, এলএনজি টার্মিনাল, কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ভারী শিল্পাঞ্চল, কন্টেইনার টার্মিনাল ও অন্যান্য বৃহৎ অবকাঠামোর মাধ্যমে একটি বিশাল জ্বালানি ও শিল্প অঞ্চলে রূপান্তর করা। যদিও এটি জাতীয় উন্নয়নের অংশ হিসেবে প্রচার করা হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন । বিভিন্ন গবেষণা ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ইতোমধ্যে দেখাচ্ছে—দশ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি, জীবিকা, মাছ ধরার জায়গা, চাষযোগ্য জমি, লবণক্ষেত, নালা-খাল, উপকূলীয় বন এবং প্রকৃতিনির্ভর জীবনধারণের উপায় হারানোর ঝুঁকিতে রয়েছে। স্থানীয় মানুষ আশঙ্কা করছে যে এই অঞ্চলকে একটি শিল্প ও জ্বালানি করিডোরে রূপান্তর করলে নাজুক উপকূলীয় বাস্তুতন্ত্র চিরতরে ক্ষতিগ্রস্ত হবে, পানি ও মাটির গুণগত মান নষ্ট হবে এবং সাগর ও জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হবে—যা সরাসরি স্থানীয় জীবিকার ওপর আঘাত হানবে।
একই সঙ্গে মিডি পরিকল্পনার যে জ্বালানি কাঠামো তৈরি হচ্ছে তা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর—বিশেষত এলএনজি এবং কয়লা।
এর ফলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে আমদানি-নির্ভর জ্বালানিতে আবদ্ধ হয়ে পড়বে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অতিরিক্ত চাপ তৈরি হবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতায় অর্থনীতি আরও ঝুঁকির সামনে পড়বে। এই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিকভাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার ধারার সঙ্গে সাংঘর্ষিক এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ বাংলাদেশকে আরও পিছিয়ে দিতে পারে। জীবাশ্ম জ্বালানিনির্ভর অবকাঠামো, বাড়তি আমদানি ব্যয়, পরিবেশগত ক্ষতি এবং জলবায়ু ঝুঁকি—সব মিলিয়ে প্রশ্ন জাগে, এই উন্নয়ন আসলে কার জন্য? জনগণের জন্য, নাকি করপোরেট ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য?
স্থানীয়রা আরও বলেন , এই পুরো পরিকল্পনার প্রক্রিয়া ছিল একতরফা, অস্বচ্ছ এবং ঊর্ধ্বতন সিদ্ধান্তনির্ভর। পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সামাজিক প্রভাব সমীক্ষা, স্থানীয় জনগণের সঙ্গে পরামর্শ—এসব হয় অপর্যাপ্ত, নয়তো একেবারেই হয়নি। যারা সবচেয়ে বড় ক্ষতির মুখে, তাদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। মানুষের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে উন্নয়নের নামে তাদের জীবনকে ত্যাজ্য মনে করা হয়েছে। জনগণের অর্থবহ অংশগ্রহণ, যথাযথ ক্ষতিপূরণ ও সঠিক পুনর্বাসন ছাড়া কোনো বৃহৎ উন্নয়ন পরিকল্পনাই ন্যায়সংগত হতে পারে না। এই সব কারণেই আজ মহেশখালীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করছে: বর্তমান রূপে মিডি মাস্টার প্ল্যান বাতিল করতে হবে। তারা এমন এক উন্নয়ন কাঠামোর দাবি জানাচ্ছে যা হবে মানুষকেন্দ্রিক, পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে টেকসই—যেখানে উপকূলীয় মানুষের অধিকার, মর্যাদা, জীবিকা ও বাস্তুতন্ত্র সুরক্ষিত থাকবে। মহেশখালী কোনো সাধারণ স্থান নয়; এটি মানুষের ঘর, স্মৃতি, সংস্কৃতি ও প্রকৃতি মিলিয়ে গড়া একটি জীবন্ত ভূগোল। ভবিষ্যতের যেকোনো পরিকল্পনায় এই উত্তরাধিকার রক্ষা করা হবে, ধ্বংস নয়—এটাই জনগণের স্পষ্ট দাবী । ক্লিন , বিডাব্লিওজিইডি ও সংশপ্তক এর ব্যবস্থাপনায় এবং মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশন এর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন , উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিদুয়ান , স্থানীয় লবন ব্যবসায়ী ওসমান গনি , পান চাষি আবুল বশর , সরওয়ার কামাল , কাঁকড়া আহরণকারী সিদায়ণ বড়ুয়া , সুব্রত বড়ুয়া , স্থানীয় জেলে চাঁদ মিয়া , জয়নাল আবেদীন জুনু , আবু নেছার , আব্দুল গফুর সহ বিভিন্ন পেশার লোকজন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ