নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত শুক্রবার বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। বিএনপি নেতা আব্দুল গফুর মিয়ার আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রতিবাদে ফেটে পড়ে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। এসময় উপস্থিত অনেক নেতাকর্মীরা আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে বহিষ্কারের দাবি করেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, ৫ ই আগস্ট এর পর এই বিএনপি নেতার আশ্রয় প্রশ্রয়ে ছিলেন আশুলিয়ার অনেক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা যার ফলে আব্দুল গফুর মিয়ার কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য মায়া মমতা বেশি। এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী বলেন, বিগত ১৭ বছর আমরা যারা বিএনপির নেতাকর্মী এই এলাকায় জুলুম নির্যাতনের শিকার হয়েছি তারা কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবো না। গফুর সাহেব কিভাবে নেতাকর্মীদের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দেন। আমি এই ক্ষমা ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছি। আশুলিয়া থানা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী বলেন, আব্দুল গফুর মিয়ার দলীয় সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে ক্ষমা করার কোন অধিকার নেই তারপরও তিনি ক্ষমা ঘোষণা দিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয়। এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল গফুর মিয়া বলেন, ক্ষমা করা কোনো অপরাধ নয়, আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনেই ক্ষমা করার ঘোষণা দিয়েছি। স্থানীয় নেতাকর্মীরা এই ক্ষমা ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি ফোনটি কেটে দেন। এ ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র জনতা কে হত্যা করা হয়েছে এই আশুলিয়ায়। এমনকি এই আশুলিয়াতেই ছাত্র জনতার লাশ নৃশংসভাবে পুড়িয়ে ফেলা হয়েছিল সেই আশুলিয়ার একজন বিএনপি’র নেতা কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে তা আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না।